ঢাকা
খ্রিস্টাব্দ

৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৫.৩৫ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৫.৩৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 839940 জন

  • নিউজটি দেখেছেনঃ 839940 জন
৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে বিদ্যালয়ের কার্যক্রম
- ছবি সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের কাউখালীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও ৭ জন শিক্ষার্থী নিয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। সরেজমিনে দেখা যায়, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ জন শিক্ষক ও ৬ জন ছাত্রছাত্রীর উপস্থিতি রয়েছে।


বিদ্যালয়ের হাজিরা খাতায় দেখা যায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোন ছাত্র-ছাত্রী নেই, তৃতীয় শ্রেণীতে দুইজন ছাত্রী, চতুর্থ শ্রেণীতে একজন ছাত্র ও একজন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীতে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী। ওই বিদ্যালয়টিতে সব মিলিয়ে ৭ জন ছাত্র-ছাত্রী রয়েছে।


নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, বিদ্যালয়ের  আশেপাশে ছাত্র-ছাত্রীদের ভর্তির ব্যাপারে শিক্ষকদের আগ্রহ কম দেখা যাচ্ছে। অন্যদিকে এলাকার মাদ্রাসার শিক্ষকরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের মাদ্রাসায় ভর্তি করার চেষ্টা করে। 


নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী অভিভাবক বলেন, শিক্ষকদের আগ্রহ কম থাকার কারণে বিদ্যালয়টিতে ছাত্রছাত্রী কমে গেছে।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দীপঙ্কর সিকদার জানান, ভৌগলিক অবস্থা ও যাতায়াত ব্যবস্থা অনুন্নত হওয়ার কারণে বিদ্যালয়টিতে শিক্ষার্থী কমে যাচ্ছে। 


ওই ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ জানান, বিদ্যালয়টিতে শিক্ষার্থী কম থাকার পিছনে ভৌগলিক সমস্যা ও যোগাযোগ ব্যবস্থার সমস্যা রয়েছে। শিক্ষকরা যদি আন্তরিক হলে শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশা করেন তিনি।

 

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। আমি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে।

 

 উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিবুর রহমান জানান, যে বিদ্যালয়ে ২০ জনের কম শিক্ষার্থী রয়েছে তাদের নিকটতম সরকারি প্রাথমিক বিদ্যালয় সমন্বয় করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্যাম্পাস
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৫.৩৫ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৫.৩৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ