ঢাকা
খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে চরনদ্বীপ ইউসি বিদ্যালয়ের সভাপতি হলেন শফিকুল ইসলাম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী, চট্টগ্রাম
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৪.৫৮ অপরাহ্ন

আপডেট : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৪.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 852051 জন

  • নিউজটি দেখেছেনঃ 852051 জন
বোয়ালখালীতে চরনদ্বীপ ইউসি বিদ্যালয়ের সভাপতি হলেন শফিকুল ইসলাম
- ছবি, মো: শফিকুল ইসলাম শাহিন।

বোয়ালখালী উপজেলা চরনদ্বীপ ইউনিয়ন কাউন্সিল উচ্চ বিদ্যালয়ে ৪ সদস্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মোহাম্মদ শফিকুল ইসলাম,কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী সই করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।


চিঠিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, তাঁর বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।


তাছাড়া কমিটিতে মো: হুছাইনকে শিক্ষক প্রতিনিধি, মুজিবুল হককে অভিভাবক প্রতিনিধি ও পদাধিকারবলে প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া,কে  সচস্য সচিব করা হয়েছে।


মো: শফিকুল ইসলাম শাহিন চট্টগ্রাম দক্ষিনজেলা যু্বদলের সহ-সভাপতি ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা প্রাক্তন এমপি মরহুম সিরাজুল ইসলামের ছেলে। 


নবকমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম  বলেন, ১৯৬৬ সালে আমার পিতা মরহুম সিরাজুল ইসলাম এমপি প্রতিষ্ঠা করেন, তিনি ইউপি চেয়ারম্যান থাকাকালিন সময় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এই বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি হয়েছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। বিদ্যালয় নিয়ে আমারও অনেক স্বপ্ন। 


তিনি আরও বলেন, যেহেতু আমি সুযোগ পেয়েছি বিদ্যালয় উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার। সকলের সহযোগিতায় একটি মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্যাম্পাস
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

বিকাশ নাথ | সংবাদদাতা
বোয়ালখালী, চট্টগ্রাম
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৪.৫৮ অপরাহ্ন
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ৪.৫৮ অপরাহ্ন