ঢাকা
খ্রিস্টাব্দ

আরও ২ মাস বাড়ানো হলো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এলএসবিডি ডেস্ক রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1475638 জন
  • নিউজটি দেখেছেনঃ 1475638 জন
আরও ২ মাস বাড়ানো হলো সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

সেনা, নৌ ও বিমান বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরো দুই মাস (৬০ দিন) বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কমিশন্ড কর্মকর্তাদের সারা বাংলাদেশে স্পেশাল  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।


প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, বাংলাদেশ কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশ-এ  প্রেশনে থাকা সমপদমর্যাদার  কর্মকর্তারাও বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ৬০ দিনের জন্য অর্পন করা হয়।  


এরআগে, গত ১৭ সেপ্টেম্বর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সেনা কর্মকর্তাদের ৬০ দিনের জন্য বিচারিক  ক্ষমতা দেয় সরকার।  এর কয়েক দিন পর ৩০ সেপ্টেম্বর থেকে এ ক্ষমতা  দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর  কমিশন্ড কর্মকর্তাদের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

এলএসবিডি ডেস্ক রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ