পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) সকালে স্কুল এর হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আকুবদন্ডী ওয়ারেছ মোহছেনা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মর্জিনা পারভীন সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অথিতি ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি কানিজ ফাতেমা। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। বিশেষ অথিতি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি'র অভিভাবক সদস্য বাবু স্বপন শীল। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্মী ও শিক্ষানুরাগী সৈয়দ আকতারুল আলম ছোটন।
এতে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ সাইফু, মোঃ আলী, স্কুল অভিভাবকগণ। অভিভাবক সমাবেশ শেষে অতিথিগণ বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন।