ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে করোনায় কেড়ে নিল আরও দুইটি প্রাণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 507002 জন

  • নিউজটি দেখেছেনঃ 507002 জন
চট্টগ্রামে করোনায় কেড়ে নিল আরও দুইটি প্রাণ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এদের একজনের বয়স ৮০ বছর এবং নারীর বয়স ৯৫ বছর। তারা বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে। চলতি মাসে সংক্রমণ শুরুর পর এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট ছয়জনের মৃত্যু হলো। সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার (২১ জুন) বিকেলে নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- কাজী আব্দুল আউয়াল (৮০) ও রাবেয়া খাতুন (৯৫)।


চট্টগ্রাম নগরীর ফিরিঙ্গিবাজার এলাকার বাসিন্দা ছিলেন রাবেয়া খাতুন। নোয়াখালী জেলায় বাড়ি হলেও আব্দুল আউয়াল চট্টগ্রাম নগরীতেই বসবাস করতেন।বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা করোনায় আক্রান্ত হন বলে জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন।এদিকে গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন ল্যাবে ১২০ জনের নমুনা পরীক্ষা করে চারজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিনজন চট্টগ্রাম নগরীর বাসিন্দা।


এ নিয়ে চট্টগ্রামে মোট ৭৮ জন করোনায় আক্রান্ত হলেন আর ছয়জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬৯ জনই নগরীর বাসিন্দা। মৃত ছয়জনের মধ্যে তিনজন নগরীর এবং তিনজন বিভিন্ন উপজেলার।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.০৮ পূর্বাহ্ন