ঢাকা
খ্রিস্টাব্দ

জোরারগঞ্জ থানা

মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক আসামী গ্রেফতার

উদ্ধার হয়েছে- ২টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, সিএনজি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৩২ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৩২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1219441 জন

  • নিউজটি দেখেছেনঃ 1219441 জন
মিরসরাইয়ে দেশীয় অস্ত্রসহ এক আসামী গ্রেফতার
ছবি- মোঃ বাহার এবং উদ্ধারকৃত সরঞ্জাম।

মিরসরাই উপজেলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ এক আসামীকে গ্রেফতার করার বিষয়টি বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম সিফাতুল মাজদার।

থানা সূ্ত্রে জানা যায়, এসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার দিবাগত রাত ১:০৫ মিনিটের দিকে, জোরারগঞ্জ থানাধীন ৬নং ইছাখালী ইউনিয়নের ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল’র কাছাকাছি সালাউদ্দিনের খামারের পাশে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে আসামী মোঃ বাহারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড রহমতাবাদ (আব্দুল মান্নানের বাড়ি) এলাকার মৃত নুর মোহাম্মদ এবং রেজিয়া বেগম দম্পতির পুত্র।

এসময় তার কাছ থেকে-  ১টি নেভি-ব্লু রঙের হ্যান্ডব্যাগের মধ্যে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি), ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপ গান), ১টি পিস্তলের ম্যাগাজিন, ২টি বার বোর শর্ট গানের তাজা কার্তুজ, উদ্ধার করা হয়। এছাড়া, ১টি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা জব্দ করা হয় (যা অস্ত্র পরিবহন কাজে ব্যবহৃত ছিল)- যাহার ইঞ্জিন নং-AZZWKD37027, চেসিস নং *MD2A27AY4KWD73129*, আনুমানিক মূল্য ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা)।

এদিকে, গ্রেফতারকৃত আসামীর সাথে সিএনজি অটোরিকশায় থাকা ৪ জন আসামী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এসআই হাবিবুর রহমান বাদী  এই সংক্রান্তে জোরারগঞ্জ থানার মামলা নং-১৫, তাং-২৬/১২/২০২৪খ্রি. ধারা- 19A/19(f) The Arms Act, 1878 রুজু করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিফাতুল মাজদার জানান, অস্ত্রসহ মো. বাহার নামের একজনকের গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীর সাথে থেকে পলাতক আসামীদের বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয় জনসাধারণ মনে করে, অস্ত্রসহ সন্ত্রাসী আটক পুলিশের একটি বড় সাফল্য, যার মাধ্যমে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আরো তৎপর থাকবে বলে মনে করেন সচেতন নাগরিকগন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদাদাতা | লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৩২ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ৬.৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ