ঢাকা
খ্রিস্টাব্দ

হামাসের অস্তিত্ব বিলুপ্ত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নেতানিয়াহু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 323816 জন

  • নিউজটি দেখেছেনঃ 323816 জন
হামাসের অস্তিত্ব বিলুপ্ত না হওয়া পর্যন্ত লড়াই চলবে: নেতানিয়াহু
ফাইল ছবি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত অভিযান চালিয়ে যেতে হবে। এটা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও দেশের নিরাপত্তার জন্য জরুরি।


নেতানিয়াহু একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে সফরের সময় বলেন, শত্রুকে পরাজিত করা, আমাদের সমস্ত জিম্মিদের মুক্ত করা এবং নিশ্চিত করা যে গাজা আর কখনও ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠবে না এ লক্ষ্যেই আমাদের অভিযান সম্পন্ন করতে হবে।


এর একদিন আগেই ইসরায়েলি সংবাদমাধ্যমে খবর আসে দেশটির সেনাবাহিনী পুরো গাজা ভূখণ্ড দখল করতে পারে। এর প্রেক্ষিতেই নেতানিয়াহু এই মন্তব্য করেন।


এদিকে মঙ্গলবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও হামাসকে পরাজিত করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন। তিনি জানান, নেতানিয়াহুর কাছে এ লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করবেন।


গ্যালান্ট বলেন, গাজায় হামাসের পরাজয় এবং পণবন্দিদের ফেরত আনার শর্ত সৃষ্টি করাই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্য অর্জনে সব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ৯.৩৮ অপরাহ্ন