ঢাকা
খ্রিস্টাব্দ

স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
গোবিন্দপুর
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.০৬ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.০৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 301129 জন

  • নিউজটি দেখেছেনঃ 301129 জন
স্কুল শিক্ষার্থীদের সচেতনতা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে
- ছবি সংবাদদাতা প্রেরিত।


হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের বড়দরগা হাইওয়ে থানা এলাকায় গুরুত্বপূর্ণ বাজারে মহাসড়ক সংলগ্ন  ঐতিহ্যবাহী শঠিবাড়ি উচ্চ বিদ্যালয়ে  স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয় । কর্মশালায় শঠিবাড়ী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব হরেন্দ্রনাথ হারুর সভাপতিত্বে ,  শিক্ষকবৃন্দ, অফিসার ইনচার্জ বড়দরগা হাইওয়ে থানা জনাব ওমর ফারুক এবং ৩৫০ এর অধিক  ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।


কর্মশালায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক রুলস, সড়ক দুর্ঘটনার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় সংক্রান্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। আলোচনাটা ছিল অত্যন্ত প্রাণবন্ত। সড়ক দুর্ঘটনার বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা পুলিশ সুপার কে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন।


পুলিশ সুপারের প্রাণবন্ত উপস্থাপনায়  প্রচন্ড গরমের মধ্যে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। হাইওয়ে পুলিশ আশা করে যে স্কুল শিক্ষার্থীদের সচেতনতার মাধ্যমে  সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীরা ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্যাম্পাস
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | সংবাদদাতা
গোবিন্দপুর
মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.০৬ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ১২.০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ