ঢাকা
খ্রিস্টাব্দ

দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1733730 জন

  • নিউজটি দেখেছেনঃ 1733730 জন
দুর্গাপূজায় ৩২ হাজার মণ্ডপে ২ লাখ ১২ হাজার আনসার মোতায়েন
ছবি : লাল সবুজ বাংলাদেশ

আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৩২,৬৬৬টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ১৯২ জন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, আনসার সদস্যরা ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ৬ দিন পূজামণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।


মেজর জেনারেল মাহমুদ বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ঝুঁকি অনুযায়ী আনসার সদস্যদের মোতায়েন করা হবে। অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে ৮ জন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ৬ জন ও সাধারণ মণ্ডপে ৬ জন করে সদস্য থাকবে। বিশেষ বিবেচনায় ১৫ হাজার ৩২টি অধিক গুরুত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে ৫৩ হাজার ১৪৮ জন আনসার ৬ ও ৭ অক্টোবর কাজ করবেন।


এ বছর প্রথমবারের মতো ব্যাটেলিয়ন আনসার মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে, যা সারাদেশে ৬৪টি জেলায় ৯২টি টিম নিয়ে কাজ করবে। প্রতিটি টিমে ৬ জন সদস্য থাকবে। ডিজি জানান, আনসার সদস্যরা জনগণের নিরাপত্তা, শান্তি ও জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবে।


এছাড়া, পূজার সময় সদস্যদের প্রাপ্য ভাতা পূজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিতরণ করা হবে, যা তাদের উৎসাহ বৃদ্ধি করবে। অন্যান্য সদস্যদের ছুটি নিরুৎসাহিত করা হয়েছে।


মহাপরিচালক আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপিত হবে। তিনি সকলকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সময়োচিত তথ্য দেওয়ার আহ্বান জানান।


তিনি জানান, সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা থাকলেও অনেক মণ্ডপে তা বাস্তবায়িত হয়নি। এ কারণে সেসব মণ্ডপে আনসার সদস্যরা বাড়তি গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন