ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম

বাঁশখালী থানায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বাঁশখালি (চট্টগ্রাম) উপজেলা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 125639 জন

  • নিউজটি দেখেছেনঃ 125639 জন
বাঁশখালী থানায় শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে মতবিনিময় সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে বাঁশখালী থানার উদ্যোগে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০টায় থানা মিলনায়তনে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম উক্ত সভার প্রধান অতিথির আসন অলংকিত করেন।সভাটি সঞ্চালনা করেন থানা পুলিশের সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন।


মতবিনিময় সভায় বাঁশখালী উপজেলার ৮৮টি দুর্গাপূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন রামদাশ মুন্সিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ জনাব তপন কুমার বাকচী, বাঁশখালী থানার অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক জন্টু কুমার দাশ, সদস্য সচিব প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রকৌশলী রনি সরকার, আহ্বায়ক সন্ধ্যা রানী দাশসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।


সভায় আসন্ন দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখযোগ্য আলোচনার মধ্যে ছিল—প্রত্যেক পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক টিম গঠন, অগ্নিনির্বাপণ ব্যবস্থা জোরদারকরণ, ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের প্রস্তুতি।


প্রধান অতিথির বক্তব্যে ওসি সাইফুল ইসলাম পূজার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের সর্বোচ্চ প্রস্তুতির আশ্বাস দেন এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সরকারি বিধি-বিধান মেনে চলার আহ্বান জানান। তিনি জানান, প্রতিটি পূজা মণ্ডপে একটি করে রেজিস্টার খাতা প্রদান করা হয়েছে, যাতে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের ডিউটি লিপিবদ্ধ করা যায়। এছাড়া, সরকারের বিভিন্ন জরুরি সেবা সংস্থার যোগাযোগ নম্বর সংবলিত ফেস্টুন বিতরণের ঘোষণাও দেওয়া হয়।


সভায় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে ওসি সাইফুল ইসলাম সমাধানের আশ্বাস দেন। নেতৃবৃন্দ পূজা চলাকালীন সময়ে পুলিশ প্রশাসনের সাথে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন।


সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব সুধাংশু শেখর হালদার। সভাটি সফলভাবে সমাপ্ত হয় শান্তিপূর্ণ দুর্গোৎসবের প্রত্যাশা ও পারস্পরিক সম্মান ও সম্প্রীতির বার্তা নিয়ে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
বাঁশখালি (চট্টগ্রাম) উপজেলা
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ৩.০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ