শিশু জুবায়ের হতাশার দৃষ্টি নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। জ্বর ও পেটের ব্যথায় কষ্ট পাচ্ছে সে। রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ শিশু হাসপাতালের বিশেষায়িত ডেঙ্গু কর্নারে তার চিকিৎসা চলছে। ১২ বছর বয়সী ওয়াসিমের মা সীমা খাতুন জানান, তার ছেলের ১০৫ ডিগ্রি জ্বর ছিল। ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন তারা, আর অর্থের অভাবে ভুগছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, চলতি বছরে সারাদেশে ৩৬,৫৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এবং ১৮৬ জন মারা গেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু হয়েছে এবং ১,২২৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, যা এই বছর সর্বোচ্চ।
এবারের ডেঙ্গুতে শিশু আক্রান্তের সংখ্যা কম, তবে মৃত্যুহার বাড়ছে। ২৯৬ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে, এর মধ্যে ৫ জন মারা গেছে। ২০১৯ সালে ১,৪৫০ জন শিশু আক্রান্ত হয়েছিল, ১৮ জন মারা গিয়েছিল। হাসপাতালের এপিডেমিওলজিস্ট কিংকর ঘোষ বলেন, "এবার আক্রান্তের সংখ্যা কম, কিন্তু মৃত্যুহার উদ্বেগজনক। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, অক্টোবর মাসে ডেঙ্গুর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এ ধরনের পরিস্থিতিতে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি।