ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮ জন মৎস্যচাষীর মাঝে ৩,১২০ কেজি মৎস্যখাদ্য বিতরণ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
বুধবার, ০৪ জুন ২০২৫, ৪.১২ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৪ জুন ২০২৫, ৪.১২ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 591701 জন

  • নিউজটি দেখেছেনঃ 591701 জন
মিরসরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭৮ জন মৎস্যচাষীর মাঝে ৩,১২০ কেজি মৎস্যখাদ্য বিতরণ
- ছবি সংবাদদাতা প্রেরিত।


২০২৪ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের সহায়তায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ৭৮ জন প্রান্তিক মৎস্যচাষীর মাঝে মোট ৩ হাজার ১২০ কেজি মৎস্যখাদ্য বিতরণ করা হয়েছে। বুধবার (৪ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোমাইয়া আক্তার।


বিতরণকালে প্রতিজন মৎস্যচাষীকে ২ বস্তা করে ভাসমান এসিআই ফিস ফিড প্রদান করা হয়। এই উদ্যোগ মৎস্যচাষীদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং মাছ চাষ পুনরায় শুরু করতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানান কর্মকর্তারা। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার প্রতাপ চন্দ্র রায় এবং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরিফুর রহমান।


ইউএনও সোমাইয়া আক্তার বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে ছিলেন। এই সহায়তা তাদের জন্য আশার আলো হয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”


মৎস্য দপ্তরের তথ্যমতে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি সারাদেশব্যাপী বাস্তবায়ন করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
বুধবার, ০৪ জুন ২০২৫, ৪.১২ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৪ জুন ২০২৫, ৪.১২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ