ঢাকা
খ্রিস্টাব্দ

এক বাক্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২.৩১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২.৩১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 732972 জন

  • নিউজটি দেখেছেনঃ 732972 জন
এক বাক্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাহুল গান্ধী

পাকিস্তানে ভারতীয় বাহিনীর হামলার ঘটনার পর এ নিয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সামাজিক মাধ্যম এক্স-এ একটি এক লাইনের বার্তা দিয়েছেন। তিনি  লিখেছেন, ‘আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। জয় হিন্দ!’


ভারতের রাজ্যসভার বিরোধীদলীয় নেতা মল্লিকার্জুন খাড়গেও বলেছেন, তার দল ভারতের সশস্ত্র বাহিনীর জন্য ‘অত্যন্ত গর্বিত’। খবর আল জাজিরা’র।


এক্সে দেয়া পোস্টে তিনি লেখেন, আমরা তাদের (সশস্ত্র বাহিনী) দৃঢ? সংকল্প এবং সাহসকে সাধুবাদ জানাই। পহেলগাম হামলার দিন থেকে ভারতীয় জাতীয় কংগ্রেস স্পষ্টভাবে সীমান্তবর্তী সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার জন্য সশস্ত্র বাহিনী এবং সরকারের সাথে দাঁড়িয়েছে।


খাড়গে আরও লেখেন, ‘জাতীয় ঐক্য ও সংহতি এখন সময়ের দাবি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস আমাদের সশস্ত্র বাহিনীর পাশে আছে। আমাদের নেতারা অতীতে পথ দেখিয়েছেন এবং জাতীয় স্বার্থ আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ।’ এদিকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সশস্ত্র বাহিনীর ভূয়সী প্রশংসা করে বলেছেন, তিনি তাদের জন্য গর্বিত।


এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নৃশংস হত্যার’ প্রতিক্রিয়া হলো ‘অপারেশন সিন্দুর’। তিনি আরও লেখেন, মোদি সরকার ভারত এবং তার জনগণের ওপর যেকোনো আক্রমণের উপযুক্ত জবাব দিতে বদ্ধপরিকর। ভারত সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢভাবে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে হামলার কয়েক ঘণ্টা পর বিশ্ববাসীর উদ্দেশে এক লাইনের বার্তা দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সামাজিক মাধ্যমে দেওয়া ওই বার্তায় জয়শঙ্কর বলেছেন, ‘বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা দেখাতে হবে।’



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২.৩১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২.৩১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ