ঢাকা
খ্রিস্টাব্দ

চীনা অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০.০৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 848379 জন

  • নিউজটি দেখেছেনঃ 848379 জন
চীনা অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

গাইবান্ধার সাদুল্লাপুরে আজ চীনা অর্থায়নে নির্মিতব্য ১০০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল গাইবান্ধায় স্থাপনের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি এন্ড ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সাদুল্লাপুর উপজেলার সাধারণ ছাত্র জনতা।


বাদ যোহর থেকে ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী, পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। প্ল্যাকার্ড ও ব্যানার হাতে মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, গাইবান্ধা একটি জনবহুল জেলা হলেও আধুনিক চিকিৎসা ব্যবস্থার যথেষ্ট অভাব রয়েছে। বিশেষায়িত এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবার সুযোগ না থাকায় প্রতিবছর অনেক রোগী চিকিৎসার জন্য রংপুর, বগুড়া কিংবা রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে যেতে বাধ্য হন।


বক্তারা আরও বলেন, চীনা অর্থায়নে যে ১০০০ শয্যার হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, তা গাইবান্ধার মতো পিছিয়ে পড়া জেলার জন্য এক সুবর্ণ সুযোগ। এই হাসপাতাল গাইবান্ধায় স্থাপন করা হলে জেলার স্বাস্থ্য খাতে একটি যুগান্তকারী পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা অনেক সহজ ও সাশ্রয়ী হবে।


মানববন্ধন থেকে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, যেন গাইবান্ধার মানুষের দীর্ঘদিনের চিকিৎসা সংকট নিরসনে এই হাসপাতালটি গাইবান্ধা জেলায় বিশেষ করে সাদুল্লাপুর উপজেলায় স্থাপন করা হয়।


আন্দোলনকারীরা জানান, তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মাসুম পারভেজ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
সাদুল্লাপুর, গাইবান্ধা
সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০.০৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১০.০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ