ঢাকা
খ্রিস্টাব্দ

ট্রাম্পের গাজা পরিকল্পনা: সৌদি নেতৃত্বে নতুন বিকল্প খুঁজছে আরব বিশ্ব

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1029346 জন

  • নিউজটি দেখেছেনঃ 1029346 জন
ট্রাম্পের গাজা পরিকল্পনা: সৌদি নেতৃত্বে নতুন বিকল্প খুঁজছে আরব বিশ্ব
সৌদি যুবরাজ ও মিসরের প্রেসিডেন্ট। ফাইল ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে বিকল্প উপস্থাপনের জন্য সৌদি আরবের নেতৃত্বে জরুরি উদ্যোগ নেওয়া হচ্ছে। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিয়ে মধ্যপ্রাচ্যের একটি উপকূলীয় অঞ্চলে পরিণত করার কথা বলা হয়েছে। এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের জর্ডান ও মিসরে তাড়িয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। যা কায়রো ও আম্মান প্রত্যাখ্যান করেছে এবং পুরো অঞ্চলে এটিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


সৌদি আরব, মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ এই পরিস্থিতিতে রিয়াদে একটি বৈঠকে বসতে যাচ্ছে। পাঁচ সূত্র রয়টার্সকে জানিয়েছে, এই বৈঠকে গাজা পুনর্গঠনের জন্য উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে একটি তহবিল গঠন এবং হামাসকে প্রান্তিক করার প্রস্তাব আলোচনা করা হতে পারে।



সৌদি আরব ও তার আরব মিত্ররা ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় হতবাক হয়েছে। এই পরিকল্পনা সৌদি আরবের জন্য বিশেষভাবে হতাশাজনক। কারণ এটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের শর্ত হিসেবে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথ সুগম করার দাবিকে নাকচ করে দিয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের মাধ্যমে ওয়াশিংটনের সঙ্গে একটি উচ্চাভিলাষী সামরিক চুক্তি করতে চায় সৌদি আরব। যা ইরানের বিরুদ্ধে তাদের প্রতিরক্ষা শক্তিশালী করবে।


রয়টার্স সৌদি আরব, মিসর, জর্ডান ও অন্যান্য স্থানের ১৫টি সূত্রের সঙ্গে কথা বলে জানিয়েছে, আরব দেশগুলো ট্রাম্পের কাছে বিকল্প পরিকল্পনা উপস্থাপনের জন্য দ্রুত প্রচেষ্টা চালাচ্ছে। এমনকি তারা এই পরিকল্পনাকে ‘ট্রাম্প পরিকল্পনা’ নামে চালিয়ে তার সমর্থন আদায়ের চেষ্টা করতে পারে।


এক আরব সরকারি সূত্র জানিয়েছে, গাজার ভবিষ্যৎ নিয়ে অন্তত চারটি প্রস্তাব ইতোমধ্যেই প্রস্তুত করা হয়েছে। তবে মিসরের প্রস্তাবটি এখন আরব দেশগুলোর বিকল্প পরিকল্পনার কেন্দ্রে অবস্থান করছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১.৪৮ অপরাহ্ন