ঢাকা
খ্রিস্টাব্দ

পূজামণ্ডপে পরিবেশিত ইসলামি গানের ঘটনায় ক্ষমা চাইল চট্টগ্রাম কালচারাল একাডেমি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1709377 জন
  • নিউজটি দেখেছেনঃ 1709377 জন
পূজামণ্ডপে পরিবেশিত ইসলামি গানের ঘটনায় ক্ষমা চাইল চট্টগ্রাম কালচারাল একাডেমি
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম কালচারাল একাডেমি পূজামণ্ডপে পরিবেশিত ইসলামি গানের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে প্রকাশিত এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ বিষয়ে কথা বলে।


বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার চট্টগ্রামের জেএম সেন হলে পূজামণ্ডপে সংগঠনের শিল্পীদের পরিবেশনা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। কালচারাল একাডেমি সম্পূর্ণ অরাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠন হিসেবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে।


চট্টগ্রাম কালচারাল একাডেমির শিল্পীরা দুইটি গান পরিবেশন করে, যা সম্প্রীতির বার্তা দিতে উদ্দেশ্যপ্রণোদিত ছিল। গানের মধ্যে ছিল: “শুধু মুসলমানের লাগি আসেনি কো ইসলাম…” ও “আগে কী সুন্দর দিন কাটাইতাম…”। এই গানগুলো সবার মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।


তবে, এই ঘটনার পর কিছু মহল সামাজিক মাধ্যমে অপপ্রচার শুরু করে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য ক্ষতিকর। এ জন্য কালচারাল একাডেমি তীব্র নিন্দা জানিয়েছে এবং যারা দুঃখিত হয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে।


এছাড়া, সংগঠনের দাবি, ঘটনার পর দুই শিল্পিকে পুলিশ ধরে নিয়ে যাওয়া হয়েছে, যা তারা অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছে। মামলার অভিযোগে সজল দত্তসহ ছয় শিল্পির নাম উল্লেখ করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :