ঢাকা
খ্রিস্টাব্দ

৪০ লাখ মুক্তিপণের দাবিতে শিক্ষক হত্যা: পেকুয়া থেকে লাশ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
নিউজটি দেখেছেনঃ 1712049 জন
  • নিউজটি দেখেছেনঃ 1712049 জন
৪০ লাখ মুক্তিপণের দাবিতে শিক্ষক হত্যা: পেকুয়া থেকে  লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় এক স্কুলশিক্ষক মোহাম্মদ আরিফ (৪৬) অপহরণের পর নিহত হয়েছেন। তাঁর লাশ গত শুক্রবার একটি পরিত্যক্ত পুকুর থেকে উদ্ধার করা হয়। ২৮ সেপ্টেম্বর রাতে পেকুয়া সদর চৌমুহনী এলাকা থেকে অপহৃত হন আরিফ। পরিবার অভিযোগ করেছে, অপহরণের পর মুক্তিপণ হিসেবে ৪০ লাখ টাকার দাবি করা হয়েছিল, এর মধ্যে কিছু টাকা দেওয়ার পরও তাঁকে জীবিত ফেরত পাওয়া যায়নি।


আরিফ পেকুয়া সদরের সেন্ট্রাল স্কুলের প্রধান শিক্ষক ছিলেন এবং মাতবরপাড়া এলাকার মৃত বজল আহমদের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, এক মাছ শিকারি পুকুরে মাছ ধরার সময় দুর্গন্ধ পান, যা পরে আরিফের পরিবারের নজরে আসে। পুলিশের সহায়তায় উদ্ধারকৃত লাশটি বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়।


অপহরণের পর বিভিন্ন মাধ্যমে মুক্তিপণের টাকা দাবি করা হয়েছিল। শিক্ষক আরিফের পরিবার জানিয়েছে, প্রতিবেশী নাছির উদ্দিনের সঙ্গে জমি নিয়ে বিরোধ ছিল, যা হত্যার পেছনের কারণ হতে পারে।


পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের কারণে অপহরণের মাধ্যমে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে কি না তা তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলেই হত্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

আপডেট :
সর্বশেষ সংবাদ