ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সভা -২০২৫ অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫০ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 493345 জন

  • নিউজটি দেখেছেনঃ 493345 জন
মাদারীপুর জেলা ও শিবচর উপজেলার জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সভা -২০২৫ অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী তাঁতীদলের কর্মী সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃক্ষরোপন ও বিএনপি ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরন কর্মসূচীকে সামনে রেখে আজকের এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ আঃ হান্নান মিয়ার সভাপতিত্বে এবং শিবচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাঈনুল ইসলাম রাসেলের  সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু  হয়। 


রবিবার (৬জুলাই-২০২৫) বিকাল ৫ টার দিকে  শিবচর প্রেসক্লাব চত্বরে এ কর্মী সভার আয়োজন করা হয়। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দীয় কমিটির সদস্য সচিব হাজী মোঃ মজিবুর রহমান,কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহবায়ক মোঃ

 সিদ্দিক, জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইন্জিনিয়ার আনিসুর রহমান আরিফ,বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হাওলাদার আবুল কালাম আজাদ, মাদারীপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি আবু বকর মিয়া, শিবচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ বাকাউল করিম খানসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ। 



প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি বৃহৎ রাজনৈতিক দল। বিএনপি কোন ভূঁইফোড় দল নয়,এটি একটি গনতান্ত্রিক দল।বিএনপি একটি বড় দল এবং এর ১১টি অঙ্গসংগঠন রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদ তাঁতীদল বাংলাদেশের প্রত্যেকটি জেলায় জেলায় এবং  উপজেলায় দাওয়াত পৌঁছে দিচ্ছে।দীর্ঘ ১৭ বছর আমরা অনেক জুলুম- নির্যাতন সহ্য করেছি। আমরা বছরের পর বছর জেল খেটেছি,নির্যাতিত হয়েছি। তারপরও দল থেকে পিছপা হইনি। 


এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ মাদারীপুর জেলা কমিটি বিলুপ্তি করে একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করেন।  মাদারীপুর জেলা আহ্বায়ক কমিটি তিন মাসের মধ্যে শিবচর উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন।


পরিশেষে মাননীয় সভাপতির বক্তব্যের মাধ্যমে কর্মী সভা শেষ হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫০ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ৮.৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ