ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা, চট্টগ্রাম
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৬.৩৮ অপরাহ্ন

আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৬.৩৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 963697 জন

  • নিউজটি দেখেছেনঃ 963697 জন
মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

চট্টগ্রামের মিরসরাইয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মিরসরাই উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে শনিবার (৮ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন'। 

মিরসরাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা সাঈদ মাহমুদ। সবাই উপজেলার বিভিন্ন প্রজেক্ট নারী উদ্যোক্তা ও সংগঠকরা অংশ নেন। আলোচনা সভায় নারী উদ্যোক্তা আসমা নূরী তার সংগ্রামী সফলতার গল্প শোনান। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, নারীরা এখন দেশের প্রতিটি ক্ষেত্রে সফলতার স্বাক্ষর রেখে চলেছে। তাদের উদ্দাম আর উদ্যোগে অনেক সফলতার গল্প তৈরি হচ্ছে প্রতিনিয়ত। তবে এখনো নারীর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা সমাজিক বাধা তৈরি হতে দেখা যায়। সে ক্ষেত্রে বলবো, ছোটবেলা থেকেই কন্যা শিশুদের বাবা মা যাতে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলেন। এতে অন্যের মুখাপেক্ষী না হয়ে মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে পারবে। আর তাদের স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন থেকে নানা ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা আছে।  সমাজের সকল বাধা ডিঙিয়ে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা তাদের সহযোগী হিসেবে থাকবো।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা, চট্টগ্রাম
শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৬.৩৮ অপরাহ্ন
আপডেট : শনিবার, ০৮ মার্চ ২০২৫, ৬.৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ