ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ইফতার মাহফিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.০৩ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.০৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 922881 জন

  • নিউজটি দেখেছেনঃ 922881 জন
চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে ইফতার মাহফিল
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া দুইশত সুবিধাবঞ্চিত, বিপন্ন, ঝুঁকিতে থাকা, পথ শিশুদের নিয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের  আয়োজন করা হয়েছে। বাদ আসর কেন্দ্র মিলনায়তনে মাহফিলে উপস্থিত ছিলেন প্রধান আয়োজক চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ.বি.এম.মশিউজ্জামান এবং তার সহধর্মিণী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, পৌরসভার লাইনম্যান মনোয়ার হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর ও ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন। কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের সার্বিক তত্ত্বাবধানে এবং নিবাসী শিশু আফসানা মেহজাবিন পুষ্প ও খুমফই ত্রিপুরা এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করে কেন্দ্রের বালক নিবাসী শিশু মো.জাবেদ মিয়া লিলু।


কেন্দ্রের নিবাসী মো.তামিম উদ্দিন জিসান ও মালেশিয়াম বম এর কণ্ঠে ধ্বনিত হয় ইসলামী সংগীত। এছাড়াও কেন্দ্রের বালক ও বালিকা নিবাসী শিশুদের যৌথ পরিবেশনায় ইসলামী নাশিদ ও ইসলামী নাটিকা 'রাইকার অপহরণ' পরিবেশিত হয়। এরপরেই পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতরের তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অতঃপর মহান আল্লাহর করুণা লাভের প্রত্যাশায় ফরহাদাবাদ কেন্দ্রীয় জামে মসজিদ এর পেশ ইমাম হাফেজ মোহাম্মদ সরোয়ার উদ্দীন এর পরিচালনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে কেন্দ্রের দুইশত সুবিধাবঞ্চিত শিশুর সাথে ইফতার মাহফিলে শরীক হন উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম.মশিউজ্জামান এবং তার সহধর্মিণী সহ অন্যান্য অতিথিবৃন্দ।


 প্রসঙ্গত উল্লেখ্য সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সমন্বিত পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের সুবিধাবঞ্চিত, ঝুঁকিতে থাকা, বিপন্ন, পথ শিশুদের মূল স্রোতধারায় ফিরিয়ে নেওয়ার লক্ষ্যে সমন্বিত সেবা কার্যক্রম এর মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কেন্দ্রটি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.০৩ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১১.০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ