ঢাকা
খ্রিস্টাব্দ

‘উচ্ছৃঙ্খল’ যুবকের মারধরের শিকার এসআই, গ্রেফতার-২

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০২ মার্চ ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 986046 জন

  • নিউজটি দেখেছেনঃ 986046 জন
‘উচ্ছৃঙ্খল’ যুবকের মারধরের শিকার এসআই, গ্রেফতার-২
ছবি- সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীতে ‘উচ্ছৃঙ্খল’ কিছু যুবকের মারধরের শিকার হয়েছেন পুলিশের একজন উপপরিদর্শক (এসআই)। যুবকরা তাকে ‘ভূয়া পুলিশ’ অভিহিত করে হেনস্থার পর তার কাছে থাকা ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। এ ঘটনা আবার তারা মোবাইলে ভিডিও করে রাখে। শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা থানার আউটার রিং রোডে সমুদ্র সৈকত এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয় জনতা দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

গ্রেফতার দুজন হল, সাইমন (২৭) ও আলী ইমাদ (২২)। এ ঘটনায় পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়া ওয়াকিটকি, মোবাইল ও মানিব্যাগ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার শিকার এসআই ইউসুফ আলী পতেঙ্গা থানায় কর্মরত আছেন। নৌ পুলিশ থেকে গত ২০ ফেব্রুয়ারি তিনি পতেঙ্গা থানায় যোগ দেন বলে জানা গেছে। 

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) মাহমুদা বেগম সোনিয়া বলেন, সৈকতে বসে কয়েকজন যুবক মাদক সেবন করছে বলে তথ্য আসে ট্রিপল নাইনে (৯৯৯)। সেখানে আউটার রিং রোডে চেকপোস্টে ডিউটি করছিলেন এসআই ইউসুফ। ট্রিপল নাইনের তথ্যে তিনি এগিয়ে গেলে দুই যুবক প্রথমে তাকে ভূয়া পুলিশ বলে চেঁচামেচি শুরু করে। এরপর তারা নিজেদের আরও লোকজন সেখানে নিয়ে আসেন৷ তারা এসআই ইউসুফকে ঘিরে মব ভায়োলেন্সের মতো ঘটনা ঘটায়। এডিসি মাহমুদা জানান, ইউনিফর্ম পরা একজন পুলিশ সদস্য হেনস্থার শিকার হচ্ছেন দেখে সমুদ্র সৈকত এলাকার লোকজন সেখানে যান। তারা হেনস্থাকারীদের দুজনকে ধরে পিটুনি দেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০২ মার্চ ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ মার্চ ২০২৫, ১২.৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ