চট্টগ্রামের মিরসরাই উপজেলার মুহুরী সেচ প্রকল্প এলাকায় ২০৪ জন মুক্তিযোদ্ধার নামে বরাদ্দ পাওয়া সরকারি জমি বেদখলের অভিযোগ উঠেছে স্থানীয় কিছু প্রভাবশালীর বিরুদ্ধে। জমি দখলের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবাদ সভা করেছে মীরসরাই মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থা।
জোরারগঞ্জ ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও কল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছানা উল্ল্যাহ দোহা। সভায় বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, সদস্য মুছা মিয়া, রবিউল হোসেন, আবুল কালাম, নুরুল আবছার, সোলায়মান আজাদ ভূঁইয়া এবং মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. আলাউদ্দিন, সামছুদ্দিন ও নাসরিন ফৌজিয়া প্রমুখ।
সভায় বক্তারা জানান, ১৯৮৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আমলে মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার মুহুরী প্রজেক্ট এলাকায় প্রত্যেককে ১ একর ২০ শতক হারে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেন। দীর্ঘ সময় এসব জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন মুক্তিযোদ্ধারা।
কিন্তু বক্তাদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় থেকে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক ওই জমিগুলো দখলে নিয়ে দীঘি খনন করে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেন। এতে প্রকৃত জমির মালিক মুক্তিযোদ্ধারা এখন তাঁদের নিজ নামে বরাদ্দ পাওয়া জায়গায় পা রাখারও সুযোগ পাচ্ছেন না।
বক্তারা জানান, এ বিষয়ে ইতোমধ্যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তারপরও দখলদারদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
সভায় বক্তারা দখলদারদের দ্রুত উচ্ছেদ করে প্রকৃত মালিকদের জমি বুঝিয়ে দিতে প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানান।