ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে নামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল ঘি ধ্বংস

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.০৬ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.০৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1370723 জন

  • নিউজটি দেখেছেনঃ 1370723 জন
চট্টগ্রামে নামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল ঘি ধ্বংস
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামে ভেজালবিরোধী অভিযানে উদ্ধার হওয়া নামি-দামি ব্র্যান্ডের ১৫-২০ ধরনের ঘি মঙ্গলবার ধ্বংস করা হয়েছে। এর আগে গত সোমবারও এসব ভেজাল ঘি ধ্বংস করা হয়। অভিযানকালে দেকা যায় পামওয়েলের সঙ্গে খাবারের রং ও অন্যান্য সামগ্রী মিশিয়ে তৈরি হয় ভেজাল ও নিম্নমানের ঘি। আর এসব ঘি ব্যবহৃত হয় নগরীর নামকরা হোটেল- রেস্তোরাঁয়। রান্নার অন্যতম অনুষঙ্গ ঘি তৈরির এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে জেলা প্রশাসনের অভিযানে।


জানা গেছে, কারখানায় ঘি বিক্রির রশিদ বই জব্দ করা হয়। এসব রশিদ পর্যালোচনা করে দেখা যায়, নগরের জিইসি মোড়, চকবাজার ও মুরাদপুরের নামি-দামি হোটেল ও রেস্তোরাঁর নামে ২০-৩০ কার্টুন ঘি বিক্রির তথ্য রয়েছে। নগরের নামি হোটেল-রেস্তোরাঁয় অবাধে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ভেজাল এসব ঘি।


অনুমোদনহীন ও ভেজাল ঘি তৈরির অপরাধে আই কিউ ফুড প্রোডাক্ট নাম প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেল সাড়ে ৪টায় নগরীর চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভেজাল ঘি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান। সাড়ে তিন ঘণ্টা ধরে অভিযান পরিচালিত হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউছুফ হাসান বলেন, কারখানার ভেতরের অবস্থা খুবই অপরিচ্ছন্ন, নোংরা ও স্যাঁতসেঁতে। আসল ঘিয়ের সঙ্গে ৪ কেজি পামওয়েল ও খাবারের রং এবং অন্যান্য সামগ্রী মিশিয়ে ঘি তৈরির প্রমাণ পাওয়া যায়। কোনো ধরনের অনুমোদন ছাড়াই দেশের নামি-দামি ১৫-২০ ব্র্যান্ডের ঘি তৈরি করা হয় এই কারখানায়।


তিনি জানান এসব নিম্নমানের ঘি বিক্রি করা হয় নগরীর নামি-দামি হোটেল-রেস্তোরাঁয়। অনুমোদনহীন ও ভেজাল ঘি তৈরির অপরাধে আই কিউ ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউছুফ হাসান জানান, প্রায় ৩শ কেজি ভেজাল ঘি নষ্ট করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের অন্তত ৫শ ঘিয়ের কৌটা ধ্বংস করা শুরু হয়েছে। মঙ্গলবার অবশিষ্ট কৌটা ধ্বংস করা হয়।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

| চট্টগ্রাম ব্যুরো লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.০৬ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ৯.০৬ অপরাহ্ন