চট্টগ্রাম দক্ষিণ জেলার বোয়ালখালীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিশাল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে দক্ষিণজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুল হক চেয়ারম্যান ও জেলা সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শওকত আলম শওকতের নেতৃত্বে এই বিশাল র্যালি
উপজেলা সদর হতে আরম্ভ হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোমদন্ডী ফুলতল চত্বরে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন, মোহাম্মদ আজগর, মেহেদী জাবেদ সুজন, শাহিনুর রহমান হিরু, পৌর বিএনপি সাবেক আহবায়ক মোহাম্মদ শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সারোয়ার আলমগীর, আবুল হাশেম, মজিবুল্লাহ মজু, নুরুল করিম নুরু, হাজি আবু আকতার, শফিকুল ইসলাম শাহিন, মাহমুদুল হক মেম্বার, জয়নাল আবেদীন সিকদার, শওকত আলী, মনজুর হোসেন, মো: ইসমাইল, মো: আবছার, মো: বাচ্চু, নাছের, ইকবাল হোসেন, মোহাম্মদ লোকমান, গোলাম হোসেন নান্নু, রুমি, শ্রমিকদলের সভাপতি আকরাম হোসেন দুলাল, আবদুস সাত্তার, কপিল উদ্দিন, আশাফুদ্দিন দুলাল, ইমরানুল হক জিকু, যুবদলনেতা মোহাম্মদ লোকমান, ইয়াছিন আরাফাত মনি, নঈম উদ্দিন, মো: শরীফ, মনজুর আলম, জসিম উদ্দিন, মোঃ বাচা, মোঃ জাহিদ, মোঃ গিয়াস উদ্দিন প্রমুখ।
র্যালি ও সমাবেশ হাজার হাজার বৃষ্টিকে উপেক্ষা করে অংশ নেন বোয়ালখালী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, তরুণ দল হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
সমাবেশ বক্তব্য বক্তারা বলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে বলে জানান।
বক্তব্য আরও বলেন ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত বাস্তবে পরিণত হয়েছে। লন্ডনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মতবিনিময় ও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘোষণা করায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউসূনকে ধন্যবাদ জানানো হয়।