ঢাকা
খ্রিস্টাব্দ

ক্যুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি হবে : আসিফ মাহমুদ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1777762 জন

  • নিউজটি দেখেছেনঃ 1777762 জন
ক্যুর চেষ্টা হলে ভয়াবহ পরিণতি হবে : আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

আনসার সদস্যদের সচিবালয়ে কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে ‘আনসার ক্যু’ হিসেবে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারে ক্রীড়া উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আগামীদিনে কোনো ধরনের ক্যু’র (অভ্যুত্থান) চেষ্টা হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


সচিবালয়ের সামনে আনসার ও ছাত্র-জনতার সংঘর্ষের ঘটনার পর পর রবিবার (২৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি।  এতে আসিফ মাহমুদ বলেন, ‘কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না।



জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যু’র উদাহরণের পরেও যদি সাবধান না হোন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

উল্লেখ্য, চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল (রবিবার) সারাদিন সচিবালয় অবরুদ্ধ করে রাখে আনসার বাহিনীর সদস্যরা। টানা ১১ ঘণ্টা অবরুদ্ধাবস্থায় থেকে ক্ষুধায় কাতর হয়ে পড়েন সচিবালয়ের ভেতরে আটকে পড়া কর্মকর্তা-কর্মচারীরা। বাধ্য হয়ে কয়েকজনকে দেয়াল টপকে বাইরে আসতে দেখা যায়।



এমন পরিস্থিতিতে সচিবালয়ের সামনে থেকে আনসার সদস্যদের সরাতে এগিয়ে আসে ছাত্র-জনতা। রবিবার (২৫ আগস্ট) রাত ৯টা ২০ মিনিটে সচিবালয়ের সামনে আবদুল গণি রোডে আনসারদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ছাত্র-জনতার প্রতিরোধে বিক্ষুব্ধ আনসাররা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।


এ সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন