ঢাকা
খ্রিস্টাব্দ

পলাতক পুলিশ সদস্যরা ‘সন্ত্রাসী’, গ্রেপ্তারের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি:
নিউজটি দেখেছেনঃ 1708091 জন
  • নিউজটি দেখেছেনঃ 1708091 জন
পলাতক পুলিশ সদস্যরা ‘সন্ত্রাসী’, গ্রেপ্তারের নির্দেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি : সংগৃহীত

অন্তর্র্বতী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পুলিশের ১৮৭ জন পলাতক সদস্যকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে এবং তাদের দেখামাত্র গ্রেপ্তার করা হবে। তিনি বলেন, “অপরাধীদের জন্য যে আইন প্রযোজ্য, তাদের ক্ষেত্রেও তা প্রয়োগ হবে।”


শনিবার রাজশাহী বিজিবি সেক্টর সদর দপ্তর পরিদর্শনের সময় তিনি বলেন, “৫ আগস্টের পর পুলিশের অবস্থার উন্নতি হয়েছে, তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।” তিনি উল্লেখ করেন, পুলিশের মধ্যে যে ট্রমা রয়েছে, তা দ্রুত নিরসন সম্ভব নয়।


জাহাঙ্গীর আলম চৌধুরী আরো বলেন, কৃষি যান্ত্রিকীকরণ এবং সার পরিবহণে ব্যাপক দুর্নীতির তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “গত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকার আমলের নিয়োগে কিছু মেধাবী চাকরি পেয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”


এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, পলাতক প্রভাবশালী নেতাদের অবস্থান জানাতে পারলে পুরস্কৃত করা হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

রাজশাহী প্রতিনিধি:

আপডেট :
সর্বশেষ সংবাদ