ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রস্তুত দুই হাসপাতাল

শুরু হচ্ছে সিটি করপোরেশনের সার্ভিস সেন্টার
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১২.২৪ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 565469 জন

  • নিউজটি দেখেছেনঃ 565469 জন
চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রস্তুত দুই হাসপাতাল


চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ শনাক্তের পরিপ্রেক্ষিতে নগরীতে আবারও স্বাস্থ্যসেবা খাতে প্রস্তুতি জোরদার করা হয়েছে। বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) উদ্যোগে নগরের টাইগারপাসে আয়োজিত জরুরি প্রস্তুতি সভায় নগরীর দুটি হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা দেওয়া হয়। এগুলো হলো: আন্দরকিল্লা জেনারেল হাসপাতাল ও চসিক পরিচালিত ম্যামন হাসপাতাল-২।

সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, করোনা মোকাবিলায় আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও সমন্বিতভাবে কাজ করা হবে। পাশাপাশি নাগরিকদের জন্য একটি করোনা সার্ভিস সেন্টার চালু করা হবে, যেখান থেকে ফোনের মাধ্যমে করোনা সংক্রান্ত তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

হাসপাতাল প্রস্তুতির নির্দেশ
চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৫টি সাধারণ শয্যা ও ৫টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকরাম হোসেন বলেন, অক্সিজেন সরবরাহসহ প্রয়োজনীয় যন্ত্রপাতির দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, সেখানে একসঙ্গে ৫০টি সাধারণ ও ১০টি আইসিইউ শয্যার ব্যবস্থা রাখা হচ্ছে। আগে ব্যবহৃত ডেঙ্গু ওয়ার্ডটি আবার করোনা ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। এছাড়া ৫ হাজার করোনা পরীক্ষার কিটের চাহিদা পাঠানো হয়েছে এবং স্বাস্থ্য সহকারীদের আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

করোনা পরীক্ষার ব্যবস্থা
মেয়র জানান, চট্টগ্রামে চারটি আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা করা হবে। প্রতিষ্ঠানগুলো হলো:

১. চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

২. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

৩. ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়

৪. বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি)

এছাড়াও চসিকের ম্যামন হাসপাতাল-২-এ এবং নগরীর অন্যান্য পয়েন্টে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু করা হবে।

নতুন শনাক্ত রোগীদের তথ্য
গত এক সপ্তাহে চট্টগ্রামে চারজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। তাদের বয়স যথাক্রমে ৭৫, ৫৫, ৩০ এবং এক তরুণ। তারা কেউ বিদেশফেরত নয়; ধারণা করা হচ্ছে, ঢাকার কোনো হাসপাতাল থেকে সংক্রমণ হয়েছে।

মেয়রের বার্তা ও সতর্কতা
মেয়র বলেন, “করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মাস্ক ব্যবহার, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি। চিকিৎসকরা এখন আগের চেয়ে অনেক বেশি অভিজ্ঞ।”

তিনি আরও বলেন, “গতবারের মতো এবারও কেউ যদি ভ্যাকসিন, মাস্ক বা চিকিৎসা সামগ্রী নিয়ে মুনাফা করতে চায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে অভিযান চালানো হবে।”

ভ্যাকসিন মজুদ
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে ৮০ হাজার ভ্যাকসিন মজুত রয়েছে এবং উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।


সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. অং সুই প্রু মারমা, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইমাম হোসেন রানা, চট্টগ্রাম মেডিকেল কলেজ, বিআইটিআইডি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি এবং সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।


চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, সম্মিলিত প্রস্তুতির মাধ্যমে এবারও সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১২.২৪ পূর্বাহ্ন