ঢাকা
খ্রিস্টাব্দ

অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়াকে নতুন ঘর নির্মাণ করে দিলেন ইউএনও

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮.১১ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮.১১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 625179 জন

  • নিউজটি দেখেছেনঃ 625179 জন
অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়াকে নতুন ঘর নির্মাণ করে দিলেন ইউএনও
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা অসহায় পঙ্গু মোয়াজ্জিম মিয়া (৭৫) কে নতুন ঘর নির্মাণ করে দিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি। 


গত সোমবার (২০ মে) হঠাৎ কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে তার একমাত্র সম্বল ঘরটি সম্পূর্ণ ভাবে ভেঙ্গে যায়। 


বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খাঁন জানা মাত্রই নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বিকে ওই বৃদ্ধার বাড়িটি পরিদর্শন করে ঘরটি বাসযোগ্য করার নির্দেশ দেন। ওইদিন রাত ১০ টায় নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওই বাড়িটি পরিদর্শন করে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে ৩৪০ স্কয়ার ফুটের দোচালা টিনের ঘর তৈরী করে দেন। এ নতুন ঘরটি পেয়ে আনন্দে আত্মহারা বৃদ্ধা মুয়াজ্জিম দম্পতি।


তারা বলেন, নতুন ঘর পেয়ে আমরা অনেক খুশি। এখন শীত কিংবা বর্ষাতে আর কষ্ট করতে হবে না। কখনও ভাবিনি আমাদের থাকার জন্য নতুন ঘর হবে। এতো অল্পসময়ের মধ্যে ঘর পেয়ে তারা জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন, বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসার সাথে সাথে ঘরটি পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তাৎক্ষণিক অসহায় পঙ্গু মুয়াজ্জিম মিয়ার বাড়িটি পরিদর্শন করে বসবাসের উপযুক্ত টিনের ঘর তৈরি করে দেওয়া হয়েছে। এ ছাড়াও তিনি সরকারি সব সুযোগ সুবিধা ঠিকমত পায় তা নিশ্চিত করা হয়েছে।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮.১১ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮.১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ