ঢাকা
খ্রিস্টাব্দ

ঘণ্টা পেরিয়ে গেলেও পড়েনি একটি ভোটও

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1882200 জন

  • নিউজটি দেখেছেনঃ 1882200 জন
ঘণ্টা পেরিয়ে গেলেও পড়েনি একটি ভোটও
ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা দৌলতপুর ইউনিয়নের গোপালপুর ভোটকেন্দ্রে এক ঘণ্টায় ৯ নম্বর বুথে একটি ভোটও পড়েনি। তবে বাকি ৮টি বুথে ৩৬টি ভোট পড়েছে।


সকাল ৯টা ৬ মিনিটে এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা। এই কেন্দ্রে নারী-পুরুষসহ মোট ভোটার ২৮২৯ জন। তবে উপজেলার অন্য কেন্দ্রগুলোতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।


এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব, বিজিবি, ব্যাটালিয়ন আনসার, আনসার ভিডিপি, পুলিশ, স্ট্রাইকিং ফোর্স এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।


বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে দুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এই উপজেলায় ৯৭টি ভোটকেন্দ্রে ২ লাখ ৮২ হাজার ৬২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন