ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরের ধর্ষণ পরবর্তী হত্যা মামলার প্রধান আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০০ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1093510 জন

  • নিউজটি দেখেছেনঃ 1093510 জন
শিবচরের  ধর্ষণ পরবর্তী হত্যা মামলার  প্রধান আসামিদের  গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুরের শিবচরে হাফিজা আক্তার (১৪) নামের এক কিশোরীকে ধর্ষণ পরবর্তী হত্যা মামলার  প্রধান আসামি  গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও সহপাঠীরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে  উপজেলার বাবলাতলা বাজারে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এ সময় দ্রুত প্রধান আসামিদেরকে গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধনে অংশ নেওয়া স্বজন ও এলাকাবাসী। নিহত হাফিজা উপজেলার কাইমউদ্দিন হাজির কান্দি গ্রামের চাঁনমিয়া মোল্লার মেয়ে।


জানা যায়, একই গ্রামের আবুল কালাম সরদারের ছেলে পেয়ার হোসেনের সাথে প্রেমের সম্পর্ক পরবর্তী ধর্ষণ ও অন্তঃসত্ত্ব  হয়ে পড়ে হাফিজ আক্তার। কিন্তু এলাকায় বিচার না পেয়ে গেল ২ জানুয়ারি নিজের বসত করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় ঐদিনই নিহতের বড় ভাই নাসির মোল্লা বাদী হয়ে শিবচর থানায় একটি ধর্ষণও পরবর্তী হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায়  পিয়ার হোসেনকে প্রধান আসামি করে মোট ১১ জনকে আসামী করা হয়। 


এ মামলায় অন্যান্য আসামির অগ্রিম জামিন পেলেও এ মামলায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারে নাই।  আর এ ঘটনা এলাকার মানুষের ভেতরে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।


এ বিষয়ে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ বলেন, আমি থানায় নতুন যোগদান করেছি। মামলা হলে অবশ্যই আসামীদেরকে গ্রেফতারের পুলিশ  তৎপর থাকবে।'


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | শিবচর প্রতিনিধি, দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মাদারীপুর
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০০ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ১০.০০ অপরাহ্ন