ঢাকা
খ্রিস্টাব্দ

ইরান–ইসরায়েল যুদ্ধ

দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ কাতারের আকাশসীমা

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা 🔴 তৃতীয় বিশ্বযুদ্ধের সঙ্কেত?
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 500920 জন

  • নিউজটি দেখেছেনঃ 500920 জন
দোহায় মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ কাতারের আকাশসীমা
গ্রাফিক: দৈনিক লাল সবুজ বাংলাদেশ।


মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে! আমেরিকার পরমাণু ঘাঁটিতে হামলার পাল্টা জবাব দিতে এবার কাতারের মার্কিন বিমানঘাঁটি ‘আল-উদেইদ’-এ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। ইরানের রেভলিউশনারি গার্ড নিশ্চিত করেছে, সোমবার রাতে কাতারে অবস্থিত এই বিশাল মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একসঙ্গে ছোড়া হয়েছে ছয়টি ব্যালেস্টিক মিসাইল।


দোহার আকাশে পরপর বিস্ফোরণের শব্দে আতঙ্কিত সাধারণ মানুষ। একাধিক রিপোর্টে দাবি, আকাশে দেখা গিয়েছে আলোর রেখা—সম্ভবত ক্ষেপণাস্ত্রের ছায়া। দ্রুত সক্রিয় করা হয়েছে কাতারের এয়ার ডিফেন্স সিস্টেম। আল-উদেইদ বিমানঘাঁটিতে বাজতে শুরু করে সাইরেন। হামলার তীব্র নিন্দা করে কাতারের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, “এই হামলা আমাদের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। উত্তর দেওয়ার অধিকার কাতারেরও আছে।”


ইরানের দাবি, তাদের লক্ষ্যবস্তু কখনই কাতার নয়। ‘বন্ধু রাষ্ট্র’ কাতারের কোনও নাগরিক যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়েও সতর্কতা নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে হামলা ঘাঁটি ছিল এমন এক জায়গায়, যা কাতারের জনবহুল এলাকা থেকে অনেকটা দূরে।


উল্লেখ্য, রবিবার ভোররাতে (বাংলাদেশ সময়) ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এ ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল আমেরিকা। এরপরই তেহরান হুঁশিয়ারি দেয়—এই যুদ্ধ শুরু করেছে আমেরিকা, কিন্তু শেষ করবে ইরান। এবং সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই সিরিয়া, ইরাক এবং কাতারের মার্কিন সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালায় ইরান।


বাহরিন, কুয়েতেও ইরানি হামলা! বন্ধ আকাশসীমাঃ


শুধু কাতারই নয়, সূত্রের খবর, বাহরিন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এর জেরে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বাহরিনের আকাশসীমা। আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগ ছড়িয়েছে এই ঘটনার পর। অনেকের আশঙ্কা, এই সংঘাত বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে।


ভারতীয়দের সতর্কবার্তা দিল দিল্লিঃ


এই পরিস্থিতিতে কাতারে অবস্থানরত ভারতীয়দের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে নয়াদিল্লি। পরামর্শ দেওয়া হয়েছে, আপাতত অকারণে বাইরে বের না হতে এবং সরকারি নির্দেশিকা অনুসরণ করতে।


ওয়াশিংটনের জরুরি বৈঠক, উত্তেজনা চরমেঃ


ইরানি হামলার পরপরই হোয়াইট হাউসে জরুরি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডাকা হয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকও। সূত্রের খবর, ওয়াশিংটন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে বাড়তি সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিতে চলেছে।



দোহায় অবস্থিত ‘আল-উদেইদ’ হচ্ছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমানঘাঁটি, যেখান থেকে গোটা অঞ্চলের সামরিক ‘অপারেশন’ পরিচালিত হয়। উপসাগরীয় যুদ্ধের সময় থেকেই এটি আমেরিকার জন্য এক কৌশলগত কেন্দ্র। এই ঘাঁটিতে ইরানের সরাসরি হামলা মধ্যপ্রাচ্যে একটি নতুন এবং ভয়াবহ যুদ্ধের সূচনা করতে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।


ঘটনার পরম্পরা দেখে বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে একাধিক ফ্রন্টে ছড়িয়ে পড়ছে যুদ্ধ। পরিস্থিতি কোনদিকে মোড় নেয়, সেদিকে নজর আন্তর্জাতিক কূটনীতি মহলের।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১২.৫২ পূর্বাহ্ন