ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রাম মহানগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তায় ‘রোড শো’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1504765 জন
  • নিউজটি দেখেছেনঃ 1504765 জন
চট্টগ্রাম মহানগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তায় ‘রোড শো’

চট্টগ্রাম জেলা ও মহানগরের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলা রক্ষায় ‘রোড শো’ সম্পন্ন করা হয়। 


‘ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব প্রশিক্ষণ ও রোড শো হয়। গত ২২ অক্টোবর থেকে মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত এসব কর্মসূচি আয়োজিত হয়। এতে সমন্বয় করে বিআরটিএ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর, বিআরটিসি, ‘নিরাপদ সড়ক চাই’র নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনসিসি, জেলা রোভার স্কাউট এবং পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা। বিআরটিএ চট্টগ্রামের এক খবর বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়। 


এতে বলা হয়, প্রতিটি রোড শো-তে সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক, মালিক, যাত্রী, পথচারী ও অভিভাবকদেরকে ভিন্ন ভিন্ন লিফলেট বিতরণ করা হয় এবং বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। এছাড়া আটদিনব্যাপী চট্টগ্রাম মহানগর জুড়ে সড়ক নিরাপত্তা সংক্রান্ত মাইকিং করা হয়।


এসব কর্মসূচিতে বিআরটিএ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. মাসুদ আলম, উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী ও চট্টগ্রাম জেলা সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) রায়হানা আক্তার উর্থি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ