ঢাকা
খ্রিস্টাব্দ

বড় ধাক্কা আওয়ামীলীগে

গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জে উত্তেজনা তুঙ্গে

হত্যা ও সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার; আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারের বিবৃতি প্রকাশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্পেশাল ডেস্ক প্রতিবেদন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৫.২২ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৫.২৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 709416 জন

  • নিউজটি দেখেছেনঃ 709416 জন
গ্রেপ্তার সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জে উত্তেজনা তুঙ্গে
- গ্রেপ্তারের পর নারায়ণগঞ্জে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সেলিনা হায়াৎ আইভী।

নারায়ণগঞ্জে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সেলিনা হায়াৎ আইভীকে আজ ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ড ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার ভিত্তিতে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, আজ ৯ মে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে নগরীর দেওভোগে অবস্থিত আইভীর বাসভবন ‘চুনকা কুটির’ থেকে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টা থেকেই তার বাড়ির বাইরে মোতায়েন ছিল পুলিশ সদস্যরা।


ঘটনার সময় তার শতশত সমর্থক বাড়ির বাইরে উপস্থিত ছিলেন এবং পুলিশি অভিযানে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেন। স্থানীয় মসজিদে মাইকিংয়ের মাধ্যমে পুলিশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে জনতা আরও জড়ো হয় ও প্রতিবাদে ফেটে পড়ে।


আইভী গ্রেপ্তারের সময় সাংবাদিকদের বলেন- “গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়েই আমাকে তুলে নেওয়া হয়েছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললে যদি অপরাধ হয়, তাহলে আমি অপরাধী। নারায়ণগঞ্জের ২১ বছরের সেবায় আমি কখনো কাউকে আঘাত করিনি, বরং হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ করেছি।”

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পাঁচটি মামলায় হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মীর নামও উঠে এসেছে, যারা ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত হয়েছে।


অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- “স্বৈরশাসন, সন্ত্রাস ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে।”


এতে আরও জানানো হয়- 

* জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগের সমর্থকদের সন্ত্রাসী কার্যকলাপ সরকার আমলে নিচ্ছে

* ছাত্রলীগ ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে

* আন্তর্জাতিক অপরাধ আদালত আইনে সংশোধনী আনা হচ্ছে

*সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ গমনের ঘটনায় তদন্ত ও ব্যবস্থা নেওয়া হবে।


সাবেক মেয়র আইভী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা এবং নারায়ণগঞ্জ শহরের জননন্দিত রাজনীতিক। তবে সম্প্রতি সরকারের পতনের পর থেকে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার গ্রেপ্তারকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে নারায়ণগঞ্জসহ সারাদেশে। এনসিপি সহ একাধিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজপথে সক্রিয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্পেশাল ডেস্ক প্রতিবেদন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ৫.২২ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৯ মে ২০২৫, ৫.২৬ অপরাহ্ন