ঢাকা
খ্রিস্টাব্দ

পেনশনভোগীদের জন্য সুখবর!

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1863115 জন

  • নিউজটি দেখেছেনঃ 1863115 জন
পেনশনভোগীদের জন্য সুখবর!
ছবি : সংগৃহীত

প্রতিবছর নিজেকে জীবিত প্রমাণ করে আর পেনশন নিতে হবে না, ঘরে বসেই পেনশন পাওয়া যাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান তিনি।


অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় জানান, সরকার পেনশনারদের পেনশন পাওয়া সহজ করতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে।


তিনি জানান, বর্তমানে কর্মরত সরকারি কর্মচারী ছাড়াও সব অবসরভোগী সরকারি কর্মচারী ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে মাসের শুরুতেই পেনশন পাচ্ছেন।


আবুল হাসান মাহমুদ আলী জানান, পেনশনারদের জন্য পাইলট ভিত্তিতে মোবাইল অ্যাপের মাধ্যমে জীবিতাবস্থা যাচাইকরণ (লাইফ ভেরিফিকেশন) চালু করা হয়েছে। অচিরেই সারা দেশে সব পেনশনারকে এ অ্যাপ ব্যবহারের আওতায় আনা হবে।


এতে পেনশনাররা বছরে একবার ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে নিজেকে জীবিত প্রমাণ করার বাধ্যবাধকতা থেকে মুক্তি পাবেন এবং ঘরে বসেই পেনশন পাবেন বলে জানান অর্থমন্ত্রী।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন