ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে সবজির সরবরাহ বাড়ছে, কমেছে দাম

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ১১.৪১ অপরাহ্ন

আপডেট : রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ১২.৩১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1171011 জন

  • নিউজটি দেখেছেনঃ 1171011 জন
চট্টগ্রামে সবজির সরবরাহ বাড়ছে, কমেছে দাম
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রাম মহানগরীর আড়তগুলোতে সবজির সরবরাহ বাড়ায় দাম একেবারে হাতের নাগালে চলে আসছে। কাঁচাবাজারগুলোতে কমতে শুরু করেছে সব ধরনের সবজির দাম। সবজির দাম কমার কারণে ক্রেতারাও স্বস্তি প্রকাশ করেছেন। ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ার কারণে দাম কমছে বলে জানান বিক্রেতারা। 


সকাল থেকে নগরীর বিভিন্ন কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৩০ টাকা, পটল প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ২০ টাকা, টমেটো প্রতি কেজি ৬০ টাকা, কাকরল কেজি ৮০ টাকা, বরবটি কেজি ৮০ টাকা, শসা কেজি ৬০ টাকা, শিম প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ কেজি ৬০ টাকা, পেঁপে কেজি ৫০ টাকা, নতুন আলু ৫০ টাকা কেজি এবং মিষ্টি কুমড়া প্রতি কেজি ৪০ টাকায়। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৬০ টাকা, গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।


কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, সবজির সরবরাহ বেড়েছে। তাই দাম পড়তির দিকে। আশা করি এভাবে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আর বাড়বে না। ক্রেতা আরিফ হোসেন বলেন, সবজির দাম কমছে। এটি আমাদের জন্য সুখবর। কারণ গত দুই মাস আগেও সবজির বাজার লাগামহীন ছিল। অবশেষে দাম নাগালে এসেছে, এতেই আমাদের স্বস্তি।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
শনিবার, ০৪ জানুয়ারি ২০২৫, ১১.৪১ অপরাহ্ন
আপডেট : রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ১২.৩১ পূর্বাহ্ন