ঢাকা
খ্রিস্টাব্দ

বিএনপি'র ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বক্তৃতা প্রদান

চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ: মিরসরাইয়ে যুব সমাবেশে বক্তারা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২.২১ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1076610 জন

  • নিউজটি দেখেছেনঃ 1076610 জন
চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ: মিরসরাইয়ে যুব সমাবেশে বক্তারা

চট্টগ্রামের মিরসরাই উপজেলা, বারইয়ারহাট ও মিরসরাই পৌরসভা যুবদলের উদ্যোগে সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য এবং অপতৎপরতার বিরুদ্ধে ‘যুব সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপি'র ৩১ দফা রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বক্তৃতা প্রদান করা হয়।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মিরসরাই সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নুরুল আমিন। সমাবেশের সভাপতিত্ব করেন মিরসরাই পৌর যুবদলের সদস্য সচিব বোরহান উদ্দিন সবুজ এবং সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য তারিকুল ইসলাম ও তরিকুর রহমান বাবু।

প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সদস্য আবদুল আউয়াল চৌধুরী, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র যুগ্ম আহবায়ক আজিজুল হক চৌধুরী, মিরসরাই উপজেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক নুরুল আবসার, বারইয়ারহাট পৌর বিএনপি'র যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, "ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, যারা দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে।"

বক্তারা আরও বলেন, "যদি প্রশাসন সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেয়, তবে জনগণ বুঝতে পারবে যে তারা স্বৈরাচারের সঙ্গী। আমরা আগামী নির্বাচনের জন্য রাজপথে থাকবো এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।"

পরবর্তীতে, সমাবেশ শেষে পৌরসদরে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই (চট্টগ্রাম)
রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২.২১ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২.২৮ পূর্বাহ্ন