ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে আরও দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 699170 জন

  • নিউজটি দেখেছেনঃ 699170 জন
চট্টগ্রামে আরও দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে: স্বাস্থ্য উপদেষ্টা
-চট্টগ্রাম সার্কিট হাউজে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।


চট্টগ্রামে সরকারি উদ্যোগে আরও দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, এর মধ্যে একটি হবে হাটহাজারী ও আরেকটি কর্ণফুলী উপজেলায়। এছাড়া কালুরঘাটে একটি ডেন্টাল কলেজ-হাসপাতাল নির্মাণের পরিকল্পনাও আছে। বুধবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে ‘চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং অক্সিজেন-হাটহাজারী মহাসড়কের উন্নয়ন’ সংক্রান্ত মতবিনিময় সভায় একথা জানান স্বাস্থ্য উপদেষ্টা। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।


সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর অস্বাভাবিক চাপের প্রসঙ্গে আলোচনায় অংশ নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমি হাসপাতালটি (চমেক) পরিদর্শন করেছি। আমি দেখেছি ধারণক্ষমতা ২২০০, কিন্তু প্রায় ৫ হাজার রোগী। ব্রেইন সার্জারির রোগীকে ফ্লোরে শুইয়ে চিকিৎসা দেওয়া হয়, টয়লেটের পাশেও রোগী ফ্লোরে শুয়ে চিকিৎসা নেয়।স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় দুটি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা চলছে। এতে করে রাঙামাটি-কাপ্তাই ওদিকের অঞ্চলের রোগীরা হাটহাজারী হাসপাতালে সেবা নিতে পারবেন এবং পটিয়া-সাতকানিয়া-চন্দনাইশ অঞ্চলের রোগীরা কর্ণফুলী হাসপাতালে সেবা নিতে পারবেন। এছাড়া চট্টগ্রামে কোনো ডেন্টাল কলেজ ও ডেন্টাল হাসপাতাল নেই। একটি ডেন্টাল কলেজ-হাসপাতাল নির্মাণের জন্যও পরিকল্পনা চলছে।


সভায় শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীকও ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২.২১ পূর্বাহ্ন