নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রদলের একজন নেতা গুলিবিদ্ধ হয়েছেন, পাশাপাশি আরো ছয়জন আহত হয়েছেন।
ঘটনাটি মঙ্গলবার (২৯ অক্টোবর) মহেশপুর এবং কাঁচিহাটা সর্দার দীঘির পাড় এলাকায় ঘটে। জানা যায়, দুপুরের দিকে ছাত্রদলের সদস্যরা স্থানীয় জামায়াত সমর্থক মো. সোহেলকে (৪০) ইয়াবা সেবনের অভিযোগে মারধর করেন। এর পর বিকেলে শিবিরের কর্মী মো. রাশেদের ওপরও হামলা চালানো হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এনিয়ে, উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের মহেশপুর ও কাঁচিহাটা সর্দার দীঘির পাড় এলাকায় ছাত্রদল-ছাত্র শিবিরের মধ্যে কয়েক দফায় পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পোঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসুম (২৫) গুলিবিদ্ধ হন এবং বর্তমানে নোয়াখালীর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় যুবদল নেতারা জানিয়েছেন, মাসুমের ওপর হামলার আগে তিনি মাদক সেবীকে আটক করতে গেলে শিবিরের কর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
বেগমগঞ্জের পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক জানিয়েছেন, পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেছেন, অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।