ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।
নিউজটি দেখেছেনঃ 1636045 জন
  • নিউজটি দেখেছেনঃ 1636045 জন
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী বৃদ্ধের মৃত্যু
সংগৃহীত ফাইল ছবি।

চট্টগ্রাম মহানগরের কদমতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। 


এদিকে, ওই বৃদ্ধের পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তারা আঙ্গুলের ছাপ নিয়ে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা করছেন বলে জানা গেছে।


চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

চট্টগ্রাম ব্যুরো ।।

আপডেট :