শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে থানা ভবনের তৃতীয় তলার তার নিজ কক্ষে মৃতদেহটি পাওয়া যায়।
শরীয়তপুর পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, ওসির মৃতদেহটি গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে আত্মহত্যার সন্দেহ হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ ঘটনার পর জাজিরা থানায় এলাকাবাসী ও গণমাধ্যম কর্মীদের ভিড় জমে যায়। পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।