ঢাকা
খ্রিস্টাব্দ

রাজস্ব আয়ে বাধা প্রদানে রেজিস্ট্রি অফিস কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা।।
নিউজটি দেখেছেনঃ 1666131 জন
  • নিউজটি দেখেছেনঃ 1666131 জন
রাজস্ব আয়ে বাধা প্রদানে রেজিস্ট্রি অফিস কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন
ছবি- সীতাকুণ্ড সাব-রেজিস্টি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন।

দলিল লেখকের মিথ্যে হয়রানি থেকে রেহাই পেতে মানববন্ধন করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড সাব-রেজিস্টি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার দুপুরে উপজেলা সাব রেজিস্টার অফিস প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মানববন্ধনে উপস্থিত ছিলেন মিল্টন নাথ, দিপংকর নন্দী মানিক, মো.শহিদৎ উল্ল্যা, মোঃ ইমতিয়াজ উদ্দিন। মোছাম্মৎ রেখা আক্তার। শিল্পী রাণী, আছমা, নাছরিন, ছাবিনা, শিবানী, আইরিন, নায়েম, কাশেম, হাসান, মাসুদ, সনজিৎসহ রেজিষ্ট্রি অফিসের প্রায় অর্ধ শতাধিক কর্মকর্তা-কর্মচারী ।


মানববন্ধনে বক্তব্যে মিল্টন নাথ বলেন, গত ৭ অক্টোবর দলিল লেখক হারুনুর রশিদ দলিল রেজিস্ট্রি করতে অফিসে আসেন। এসময় তিনি আইনের বাইরে অনৈতিক পন্থায় দলিল রেজিস্ট্রি করতে অফিসের কর্মকর্তা- কর্মচারীদের চাপ দেন। তারা অপারগতা প্রকাশ করলে তিনি তাদের উপর ক্ষুব্ধ হয়ে উঠেন। একপর্যায়ে তা সাব রেজিস্টার পর্যন্ত গড়ায়। এসময় দলিল লেখক হারুনুর রশিদ বহিরাগত লোক এনে দলিলটি রেজিস্ট্রি করে দিতে সাব রেজিস্ট্রারের উপর চাপ প্রয়োগ করেন। তিনি নিয়মবহির্ভূতভাবে দলিল রেজিস্ট্রি করতে অপারগতা দেখালে তাকে চাকুরিচ্যুত্ব করা সহ নানা ধরনের ভয়-ভীতি প্রদর্শন করেন। এরপর থেকে দলিল লেখক হারুনুর রশিদ একদল কুচক্রি মহলের সাথে আতাত করে সাব রেজিস্ট্রি অফিসের রাজস্ব আয়ে বাধা প্রদান সহ একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা দলিল লেখক হারুনুর রশিদের এই অন্যায়ের প্রতিবাদ জানানোর পাশাপাশি মিথ্যে হয়রানি থেকে রেহাই পেতে ঊর্ধ্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।



এ বিষয়ে জানতে চাইলে সাব রেজিস্টার রায়হান হাবিব বলেন,দলিল লেখক হারুনুর রশিদ যে দলিলটি সম্পাদন করতে এনেছিলেন তা অসামঞ্জস্যপূর্ণ ও নানা ধরনের গরমলি ভরা ছিল। তাকে দলিল রেজিস্ট্রি করতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বললে তিনি আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। এক পর্যায়ে বহিরাগত লোক এনে আমার অফিসের স্টাফ ও আমার উপর অনৈতিক পন্থায় দলিলটি রেজিস্ট্রি করে দিতে চাপ প্রয়োগ করেন। তাতে আমি রাজি না হওয়ায় হারুন ও তার সাথে আসা বহিরাগত লোকজন আমাকে নানা ধরনের ভয় ভীতি দেখানোর পাশাপাশি আমাকে এখান থেকে সরিয়ে দেওয়ারও হুমকি দেন । এ ঘটনার পর দলিল লেখক হারুনুর রশিদকে কারণ দর্শানোর একটি নোটিশও প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।


অন্যদিকে এ বিষয়ে জানতে অভিযুক্ত দলিল লেখক হারুনুর রশিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,মানববন্ধনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। গত ৭ অক্টোবর দলিল রেজিস্ট্রিতে বাড়তি টাকা দাবি করায় তার সাথে সাব রেজিস্ট্রিার অফিসের স্টাফদের সাথে একটি মনোমালিন্যের ঘটনা ঘটেছে। এই ঘটনার পর তাকে হয়রানি করতে সাব রেজিস্টার একটি কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন। তিনি গতকাল রোববার তার জবাবও দিয়েছেন। শোকজ নোটিশের প্রতিবাদে আজ দলিল লেখক সমিতির লোকজন তার পক্ষে মানববন্ধনও করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা।।

আপডেট :
সর্বশেষ সংবাদ