রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী ট্রাফিক পক্ষ-২০২৪ উদ্যাপিত হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টায় রাজারবাগ পুলিশ লাইন্সে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ট্রাফিক পক্ষ-২০২৪ এর উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইজিপি মো. ময়নুল ইসলামসহ অন্যান্য গুণীজন।
এ কার্যক্রমের অংশ হিসেবে চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ, ট্রাফিক সাইন সম্পর্কে ধারণা প্রদান, সড়ক পরিবহণ আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, এবং বিভিন্ন স্কুল ও কলেজের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করছে ট্রাফিক পক্ষ-২০২৪ কে সফল করার জন্য।