সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করা হবে। গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার সন্ধ্যায় সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর দেশটির চাঁদ দেখা কমিটি নিশ্চিত করেছে, আগামীকাল রোববার ঈদ উদযাপিত হবে। সৌদি আরবের রয়্যাল কোর্টও আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
এছাড়াও কাতার, কুয়েত, বাহরাইন, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতেও শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে এবং এসব দেশগুলোতেও আগামীকাল ঈদুল ফিতর উদযাপন হবে।
তবে ওমান, ইরান, পাকিস্তান, ভারতে আগামী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন হবে বলে ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া ঘোষণা করেছে, সেখানে ঈদের চাঁদ আগামীকাল দেখা যাবে না, সুতরাং তারা সোমবার ঈদ উদযাপন করবে।
চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, রমজানের শেষ দিনে আজ সৌদি আরবে ঈদ উদযাপনের প্রস্তুতি চলছে।