যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস উইসকনসিনে এক সমাবেশে বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন। তিনি জানান, “আমরা আগামী নির্বাচনে জিতব।”
হ্যারিস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে বলেন, “ট্রাম্প নির্বাচিত হলে তার শত্রুদের তালিকা নিয়ে অফিসে প্রবেশ করবেন। কিন্তু আমি নির্বাচিত হলে একটি করণীয় তালিকা তৈরি করবো।” তিনি উল্লেখ করেন, তার করণীয় তালিকার শীর্ষে মানুষের জীবনযাত্রার খরচ কমানোর বিষয়টি রয়েছে।
সমাবেশে হ্যারিস স্বাস্থ্যসেবা ও গর্ভপাতের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর প্রতি আবারও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “একজন নারীর জন্য তার শরীরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া মৌলিক অধিকার।”
তরুণ ভোটারদের উদ্দেশে হ্যারিস বলেন, “আমি তোমাদের ভালোবাসি। তোমরা পরিবর্তনের জন্য প্রস্তুত। তোমরা জলবায়ু সংকট সম্পর্কে জানো এবং আমাদের ভবিষ্যৎ রক্ষা করার নেতৃত্ব দেবে।”
হ্যারিসের বক্তব্য চলাকালীন, একজন প্রতিবাদকারী “সিজফায়ার নাউ” স্লোগান দিতে থাকলে তিনি বলেন, “আমরা সবাই চাই গাজার যুদ্ধ শেষ হোক।” সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি এই যুদ্ধ শেষ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো,” এবং প্রতিবাদকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “আমাদের সবার কথা বলার অধিকার আছে, কিন্তু এখন আমি কথা বলছি।”