ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতার বৈধতা পেলেন

‘উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪’
দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1908328 জন

  • নিউজটি দেখেছেনঃ 1908328 জন
মিরসরাইয়ে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতার বৈধতা পেলেন
মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ মনোনয়ন পত্র জমার পরে যাচাই বাচাই শেষে প্রার্থীদের বৈধতা ঘোষনা করেন নির্বাচন কমিশন। ছবি- দৈনিক লাল সবুজ বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিদ্বন্দ্বিদ্বতার জন্য প্রার্থী হিসাবে  ১৩ জন মনোনয়নপত্র দাখিলকৃত সবাইকে নির্বাচনে অংশগ্রহনের ক্ষেত্রে বৈধ হিসাবে ঘোষনা করেছেন। বুধবার (১৭ এপ্রিল) উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাকির হোসেনের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।


চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করেরহাট ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, সাবেক ভাইস চেয়ারম্যান এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য ফেরদৌস হোসেন আরিফ,  বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের সহ সভাপতি উত্তম কুমার শর্মা, বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র হাজী জালাল উদ্দিন ও ইছাখালী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মোস্তফা প্রকাশ লন্ডনী মোস্তাফা।


উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন ১ নং করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ৯ নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহম্মদ ও ইছাখালী ইউনিয়নের মোহাম্মদ সাইফুল আলম।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সি, প্রয়াত উপজেলা যুবলীগ সভাপতি মমিনুল ইসলাম টিপুর সহধর্মীনি উম্মে কুলসুম কলি ও যুব মহিলা লীগের বিবি কুলছুমা চম্পা।


উল্লেখ্য. মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৮-২০ এপ্রিল, আপিল নিষ্পত্তির সময় ২১ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৩ এপ্রিল। এটি বাংলাদেশের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ