ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশ ফাঁড়িতে অস্ত্র পরীক্ষার সময় মিস ফায়ার, দুই দোকানি গুলিবিদ্ধ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1862976 জন

  • নিউজটি দেখেছেনঃ 1862976 জন
পুলিশ ফাঁড়িতে অস্ত্র পরীক্ষার সময় মিস ফায়ার, দুই দোকানি গুলিবিদ্ধ
ছবি : সংগৃহীত

চট্টগ্রাম :  চট্টগ্রামের হাটহাজারীতে এক পুলিশ ফাঁড়িতে বেসরকারি এক ব্যাংকের অস্ত্র পরীক্ষার সময় মিস ফায়ারে স্থানীয় দুই দোকানি গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৪ জুন) বিকেলে হাটহাজারী থানার বুড়িশ্চর ইউনিয়নের মদুনাঘাট পুলিশ ফাঁড়িতে এ দুর্ঘটনা ঘটে।


আহত দুইজন মদুনাঘাট পুলিশ ফাঁড়ির আশপাশের এলাকার দোকানি। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহেদ হোসাইন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ওই ফাঁড়িতে জিডি করেছে।



গুলিবিদ্ধ আহত দোকানিরা হলেন- বুড়িশ্চর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফতেহ মোহাম্মদ তালুকদার বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আবচার (৪৩) এবং একই ওয়ার্ডের তুফান আলী সারাং বাড়ির মৃত কবির আহমেদের ছেলে মোহাম্মদ ইয়াকুব (৫৫)।


প্রত্যক্ষদর্শীরা জানান, ফাঁড়ির পেছনের খোলা জায়গায় দাঁড়িয়ে গুলিভর্তি শর্টগান পরীক্ষা করা হচ্ছিল। হঠাৎ ছুড়া গুলি এসে ওই এলাকার দুই দোকানি গুলিবিদ্ধ হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। গুলি বের হওয়া শর্টগানটি বেসরকারি এক ব্যাংকের নজুমিয়া হাট শাখার বলে জানা গেছে।



মঙ্গলবার দুপুরে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন জানান, ঘটনার পরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে মোহাম্মদ ইয়াকুব চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে নুরুল আবচার এখনো চমেক হাসপাতালে ভর্তি আছেন।


এ বিষয়ে মদুনাঘাট ফাঁড়ির ইনচার্জ মইন উদ্দিন সুমন বলেন, এটি নিছক দুর্ঘটনা। হঠাৎ ঘটে যাওয়া এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি জিডি করা হয়েছে। পাশাপাশি ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।



তবে বিষয়টি নিয়ে বেসরকারি ওই ব্যাংকের নজুমিয়া হাট শাখার ব্যবস্থাপক কোনো মন্তব্য করতে রাজি হননি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন