ঢাকা
খ্রিস্টাব্দ

ধর্ষকের বিরুদ্ধে ভূঞাপুরে মৌন মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৪.১০ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৪.১০ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 940200 জন

  • নিউজটি দেখেছেনঃ 940200 জন
ধর্ষকের বিরুদ্ধে ভূঞাপুরে মৌন মিছিল
- ছবি সংবাদদাতা প্রেরিত।

"আগুনের দিন, শেষ হবে একদিন" এই স্লোগানকে সামনে রেখে সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে মৌন মিছিল, সিম্বলিক অ্যাক্টিভিটি ও ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে সাধারণ শিক্ষার্থী ও জনতা।

গত বুধবার (১২ মার্চ) বিকেলে ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। পরে পথসভা, ধর্ষকের মুখ ও চোখ বেঁধে সিম্বলিক অ্যাক্টিভিটি, কুশপুত্তলিকা দাহ এবং পথ নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব আবু আহমেদ শেরষা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ফাহাদ মিয়া, সহ-মুখ্যপাত্র মাহাদির খান ভাসানী, শিক্ষার্থী আফরিন জাহান প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বেড়েই চলছে। ধর্ষকদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। 

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সদস্য আব্দুল করিম, অলোয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক আহ্বায়ক বশির খান সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মোঃ শহিদুল ইসয়াম | সংবাদদাতা
টাঙ্গাইল
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৪.১০ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ৪.১০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ