ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে গলাকাটা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 90095 জন

  • নিউজটি দেখেছেনঃ 90095 জন
শিবচরে গলাকাটা অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার
- ছবি সংবাদদাতা প্রেরিত।


মাদারীপুরের শিবচর উপজেলায় রেনু বেগম (৬৫) নামের এক বৃদ্ধার গলাকাটা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।


সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ডের চরকাঁচি কাটা গ্রামের নিজ বাড়ি থেকে রেনু বেগমের লাশ উদ্ধার করে শিবচর থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে প্রতিবেশীরা রেনু বেগমের কোন সাড়া না পেয়ে তার বাড়িতে যায় ঘরের  জানালা খোলা ও ঘরের দরজায় তালা ঝুলানো দেখতে পান । দীর্ঘ সময় কোনো সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালেই বৃদ্ধা ঘরের খাটের উপর রক্তাক্ত অবস্থায় পরে রয়েছে । সঙ্গে সঙ্গে তারা পুলিশে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।


শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


এদিকে হঠাৎ এমন মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা জানান, রেনু বেগম শান্ত-স্বভাবের নারী ছিলেন, কারো সঙ্গে কোনো বিরোধ ছিল না। তবুও এমন নৃশংস হত্যাকাণ্ডে হতবাক সবাই।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | সংবাদদাতা
শিবচর (মাদারীপুর)
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২.৫৮ পূর্বাহ্ন