ঢাকা
খ্রিস্টাব্দ

মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটা বলা কঠিন। তবে পিএসজি ঘরের মাঠে খেলায় স্বাভাবিকভাবেই কিছুটা সুবিধা পাবে। অন্যদিকে, অ্যাস্টন ভিলার সাম্প্রতিক ধারাবাহিকতা এবং ডিফেন্সিভ কৌশল ম্যাচটিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি পিএসজি ও অ্যাস্টন ভিলা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন

আপডেট : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 898690 জন

  • নিউজটি দেখেছেনঃ 898690 জন
চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি পিএসজি ও অ্যাস্টন ভিলা

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে (বাংলাদেশ সময় রাত ১টা) প্যারিসের ঐতিহাসিক পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে স্বাগতিক প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) মুখোমুখি হবে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার। দুই দলেরই লক্ষ্য সেমি-ফাইনালের পথে এক ধাপ এগিয়ে যাওয়া, আর সেই লড়াইকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা বিরাজ করছে।

পিএসজি এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে। ঘরোয়া লিগ ‘লিগ ১’-এ তারা এরই মধ্যে ১৩তম শিরোপা নিশ্চিত করেছে এবং আগের রাউন্ডে শক্তিশালী লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। লুইস এনরিকের কোচিংয়ে দলটি আক্রমণাত্মক কৌশলে খেলে থাকে, যেখানে উসমান ডেম্বেলে, বারকোলা ও কভারাতস্কেলিয়ার মত ফুটবলাররা সামনের লাইনে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। তবে, আজকের ম্যাচে অধিনায়ক মার্কিনিয়োস নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না এবং কোরিয়ান মিডফিল্ডার কাং-ইন লি ইনজুরির কারণে দলে থাকা অনিশ্চিত।

অন্যদিকে, অ্যাস্টন ভিলাও কোনও অংশে পিছিয়ে নেই। তারা বর্তমানে টানা সাত ম্যাচে অপরাজিত এবং চ্যাম্পিয়ন্স লীগের আগের রাউন্ডে ক্লাব ব্রুগেকে পরাজিত করে এই পর্যায়ে এসেছে। কোচ ইউনাই এমেরির অধীনে দলটি রক্ষণাত্মক সংগঠনে দারুণ দক্ষ এবং পাল্টা আক্রমণে ভয়ংকর। মার্কাস রাশফোর্ড ও মার্কোস আসেনসিওর মত খেলোয়াড়রা দ্রুত গতি এবং নিখুঁত ফিনিশিংয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারেন। তবে রস বার্কলি ইনজুরির কারণে আজকের ম্যাচে খেলতে পারবেন না, এবং লিওন বেইলির অবস্থাও অনিশ্চিত।

ম্যাচকে ঘিরে উভয় কোচই সতর্ক মন্তব্য করেছেন। পিএসজি কোচ লুইস এনরিক বলেন, "চ্যাম্পিয়ন্স লীগের এই পর্যায়ে কোনো দলই সহজ প্রতিপক্ষ নয়। এখানে ফেভারিট বলে কিছু নেই। সবাই নিজেদের যোগ্যতা প্রমাণ করে এসেছে।" আর অ্যাস্টন ভিলা কোচ ইউনাই এমেরি জানান, "প্যারিসে এসে কোয়ার্টার ফাইনাল খেলাটা আমাদের জন্য দারুণ সম্মানের। আমরা এই ধরণের ম্যাচে নিয়মিত খেলার মত অবস্থানে পৌঁছাতে চাই।"

মাঠের লড়াইয়ে কে এগিয়ে থাকবে, সেটা বলা কঠিন। তবে পিএসজি ঘরের মাঠে খেলায় স্বাভাবিকভাবেই কিছুটা সুবিধা পাবে। অন্যদিকে, অ্যাস্টন ভিলার সাম্প্রতিক ধারাবাহিকতা এবং ডিফেন্সিভ কৌশল ম্যাচটিকে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।

রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচ ঘিরে ফুটবলবিশ্বের দৃষ্টি এখন প্যারিসে। কে হাসবে শেষ হাসি, সেটা জানার অপেক্ষা আর মাত্র কিছুক্ষণের।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন
আপডেট : বুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ৪.২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ