রুফাইদা কলেজ অব নার্সিং ক্যাম্পাসে ডিপ্লোমা ইন নার্সিং ও বিএসসি ইন নার্সিং বিভাগের মধ্যে এক উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ম্যাচে ২–১ গোলে জয় পায় বিএসসি ইন নার্সিং দল।
খেলার শুরুতেই মাত্র ৩ মিনিটের মাথায় বিএসসি ইন নার্সিং-এর শাহিন প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। প্রথমার্ধের শেষ মুহূর্তে, অর্থাৎ ৪৫ মিনিটে ডিপ্লোমা ইন নার্সিং-এর ইমন গোল করে ম্যাচে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে আবারও গোল করে শাহিন, যা বিএসসি ইন নার্সিং দলকে ২–১ গোলের লিড এনে দেয়।এরপর আর কোনো দল গোল করতে না পারায় এই ফলাফলের মধ্যেই ম্যাচের সমাপ্তি ঘটে।
খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের উচ্ছ্বাসে মাঠ মুখরিত হয়ে ওঠে। বিজয়ী বিএসসি ইন নার্সিং দলকে ট্রফি প্রদান করা হয় এবং ডিপ্লোমা ইন নার্সিং দলকেও উৎসাহমূলক পুরস্কার দেওয়া হয়।
পুরো ম্যাচের রেফারির দায়িত্ব পালন করেন রুফাইদা কলেজ অব নার্সিং-এর প্রভাষক মোঃ মাহফুজুর রহমান। কলেজ কর্তৃপক্ষ এই ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।